২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে চেরাই পথে আনা ভারতীয় ইনফিউশন স্যালাইনসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
চার হাজার পিস ভারতীয় অবৈধ ইনফিউশন স্যালাইনসহ হাবিবুর রহমান নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৯ এপ্রিল ভোর রাতে যশোর উপশহরের জেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে আটকের পর তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দেয়া হয়েছে। আটক হাবিবুর রহমান ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর গ্রামের কিরামত আলীর ছেলে। ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানিয়েছেন,১৯ এপ্রিল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপশহর এলাকার জেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালান। এসময় সেখানে অবস্থান করা হাবিবুর রহমানকে চার হাজার পিস ভারতীয় অবৈধ ইনফিউশন স্যালাইনসহ আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে জব্দকৃত ভারতীয় অবৈধ ইনফিউশন স্যালাইনের ভৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তিনি ব্যর্থ হন। এরপরে রাতেই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দেয়া হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়