৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে ২৮ লাখ টাকার ওষুধ আত্মসাৎ, মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোরের জিসকা ফার্মা সিউটিক্যালস কোম্পানি লিমিটেডের ২৮ লাখ টাকার ওষুধ চুরি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্টোর কিপার রওজার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। যশোরের ডিপো ইনচার্জ সোহেল হাসান বাদী হয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে কোতোয়ালী থানায় এ মামলাটি করেন। অভিযুক্ত রওজার হোসেন রংপুরের পীরগাছা উপজেলার দেউতি গ্রামের বাসিন্দা। মামলায় বাদী বলেছেন, আসামি জিসকা ফার্মসিউটিক্যালস কোম্পানি লিমিটেড যশোর ডিপোর স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। সে কারণে স্টোরের থাকা সকল প্রকার মালামালের দায়দায়িত্ব এবং স্টোরের চাবি তার কাছেই সংরক্ষিত থাকে। ২০২৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৪ এপ্রিল পর্যন্ত ওই স্টোর থেকে ২৮ লাখ ২৮ হাজার ৪৯৫ টাকার ওষুধ আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। কারণ চলতি বছরের ঈদুল ফিতরের ছুটিতে গিয়ে তিনি আর অফিসে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে ঈদের পরে অফিস খোলার পরে তিনি না আসায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ডিপোর সহকর্মীদের সাথে নিয়ে ১৩ এপ্রিল অফিসের তালা ভেঙে খোঁজখবর নিয়ে এবং হিসাব করে দেখা যায় ওই পরিমান টাকার ওষুধ নেই, যা তিনি আত্মসাৎ করেছেন। এরপরও তার বাড়িতে সংবাদ দিলে তিনি অফিসে কারো সাথে কোনো প্রকার যোগাযোগ করেননি। ফলে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। যদিও রওজার হোসেনকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন জানিয়েছেন, আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়