প্রতিদিনের ডেস্ক:
লোকসভা নির্বাচনের প্রথম ধাপে জনগণ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটকে একচেটিয়া ভোট দিয়েছে। শনিবার (২০ এপ্রিল) মাহারাষ্ট্রে অনুষ্ঠিত এক জনসভায় এই দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোল এ খবর জানিয়েছে।প্রথমবারের মতো যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমরা জেনেছি, লোকসভা নির্বাচনের প্রথম ধাপে এনডিএ-কে একচেটিয়া ভোট দিয়েছেন।তিনি আরও বলেন, এনডিএ-কে জেতানোর জন্য এভাবে ভোট দেওয়ায় সবাইকে সাধুবাদ।১৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের প্রথম ধাপে ২১টি রাজ্য ও