৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শরণখোলায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটার ভাড়ানিরপার এলাকায় ৭৫ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ৭৫ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী চারদিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন। নিহত মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী মাজু বেগম জানান মোহাম্মদ আলী আকাশ সংযোগের মেয়াদ শেষ হওয়ায় রাত ৮.৩০ মিনিটে টাকা লোড দেওয়ার জন্য বাসা থেকে বের হয়। নিহত মোহাম্মদ আলী খানের ২য় স্ত্রী মাজু বেগম প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন তার স্বামীকে কে বা কাহারা নিশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। তখন তিনি ঘটনাস্থলে ছুটে যান। হত্যাকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন মোরেলগঞ্জ-শরণখোলার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশিকুর রহমান শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খাঁন শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার ২ নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খাঁন মহিউদ্দিন ২নং খোন্তাকাটা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজু সরদার। শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খাঁন জানান নিহতের বড় ছেলে মসিউর খাঁন বাদী হয়ে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেছে। হত্যাকান্ড উদঘাটনের তদন্ত চলছে। লাস ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খুব তাড়াতাড়ি হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের গ্রেফতার করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়