২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আতিফ আসলামের কনসার্টে আমন্ত্রণ পেয়েও গাইতে পারেননি মাশা

প্রতিদিনের ডেস্ক:
বৃহস্পতিবার ঢাকায় আসেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। পরে শুক্রবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অংশ নেন তিনি। এদিন কনসার্টে আতিফ গানে গানে মাতিয়ে তোলেন দর্শকদের। তবে অভিযোগ উঠেছে ঢাকায় অনুষ্ঠিত পাকিস্তানের গ্লোবাল এই সংগীত তারকার কনসার্টে আমন্ত্রণ পেয়েও পারফর্ম করার সুযোগ পাননি তরুণ সংগীতশিল্পী মাশা ইসলাম। তার অভিযোগ আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুকে পেজে স্ট্যাটাস দিয়ে সেখানে লিখেন,আয়োজকদের অব্যবস্থাপনার কারণে আমার ২০ মিনিটের পারফরমেন্স স্লট বাতিল হয়ে গেছে। দৃশ্যত একজন বিদেশি শিল্পীর জন্য একজন স্থানীয় শিল্পীর স্লট বাতিল হতে পারে। তবে আমরা পৃথিবীর সামনে নিজেদের মর্যাদা নিজেরাই নিচু করি।
ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, আমার প্রিয় মানুষগুলো, আমি আপনাদের জন্য সুন্দর একটি পারফরম্যান্স তৈরি করেছিলাম। কিন্তু আমি দুঃখিত, সেটা প্রকাশ করার সুযোগ হয়নি।মূলত ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত ওয়েব সিনেমা ‘দুই দিনের দুনিয়া’র আলোচিত গান ‘টেকা পাখি’ দিয়ে আলোচনায় আসেন সংগীতশিল্পী মাশা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়