প্রতিদিনের ডেস্ক
মাসখানেক আগেই দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল, সেপ্টেম্বরে আসতে চলেছে সন্তান। সেই হিসেবে, আপাতত চলছে সাড়ে চার মাস মতো। যদিও রণবীর সিং-এর বউকে দেখে বোঝার উপায় নেই তা একেবারেই। রোহিত শেট্টি ‘লেডি সিংহম’ লুকে দীপিকা পাড়ুকোনের ছবি শেয়ার করতেই বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠল । অভিনেত্রীকে সোশ্যাল পোস্টে কুর্নিশ জানালেন পরিচালক রোহিত শেট্টি। খবর হিন্দুস্তার টাইমসের।দুদিন আগেই রোহিত শেট্টির শুটিং ফ্লোরে অ্যাকশন মুডে দীপিকাকে দেখা যায়। শক্তি শেট্টির চরিত্রে অভিনয় করছেন নায়িকা সেখানে। দেখা মিলেছিল সেটে খাকি উর্দিতে।
টেনে খোপা বাঁধা চুল, চোখে রোদচশমা, একদম দাবাং লুকে হবু মাম্মা। সেই ছবি দেখে, সাড়ে চার মাসেও কীভাবে এক ফোঁটা বেবিবাম্প নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। অনেকে আবার বলতে থাকেন, সামান্য হলেও বোঝা যাচ্ছে। কেউ আবার দাবি করছেন, দম্পতি সাহায্য নিয়েছেন সারোগেসির। আপাতত দীপিকাকে নিয়ে জল্পনার যেন আর অন্ত নেই! তবে সিংঘম এগেইনে তো থাকছেনই, সঙ্গে দীপিকাকে নিয়ে লেডি সিংঘম-ও বানাতে চলেছেন রোহিত। এদিন করলেন তারই ঘোষণা। শুক্রবার অভিনেত্রীর উর্দি পরা ছবি শেয়ার করে লিখলেন, ‘আমার হিরো… পর্দারও, বাস্তবেরও। লেডি সিংঘম’। পোস্টে জবাব দিলেন নায়িকা। লিখলেন, ‘চলো ফাটিয়ে কাজ করি একসঙ্গে!’ শক্তি শেট্টির চরিত্রকে ফোকাস করে লেডি সিংঘম বানাতে চলেছেন রোহিত শেট্টি। নিজস্ব কপ ইউনিভার্স তৈরি করেছেন রোহিত। যেখানে সিম্বা, সিংঘম, সূর্যবংশী-র পর দীপিকার পালা। পরপর হিট দিচ্ছেন রোহিত এখন। ব্লকবাস্টার হিট যে দীপিকার সিনেমাও দেবে, তা বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন হল, লেডি সিংঘম আসবে কখন? আপাতত সিংঘম এগেইনের শ্যুট চলছে। দীপিকারও খুব জলদি প্রেগন্যান্সি ব্রেকে যাওয়ার কথা শোনা যাচ্ছে। তিনি নাকি এই সময়টা থাকবেন মায়ের কাছে বেঙ্গালুরুতেই। যদিও রণবীর বা তিনি, এই নিয়ে বিস্তারিত মুখ খোলেননি এখনও। শেষ দেখা গিয়েছে দীপিকাকে ফাইটার সিনেমায়। প্রোজেক্ট কে, কল্কি ২৮৯৮ এডি-তেও আছেন তিনি। সন্তান কোলে আসার আগে, কাজগুলি আদৌ শেষ হবে তো?