২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নয় মাসে ইবনে সিনার মুনাফা বেড়েছে

প্রতিদিনের ডেস্ক:
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৪) ও ৯ মাসে (জুলাই-মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।রোববার (২১ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।সূত্র জানায়, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩১ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ২.৯৯ টাকা। এক্ষেত্রে ইপিএস বেড়েছে ১.৩২ টাকা বা ৪৪ শতাংশ।এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৬.২৩ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ১৩.৫২ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ২.৭১ টাকা বা ২০ শতাংশ।২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এিএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬.৭৫ টাকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়