প্রতিদিনের ডেস্ক:
২০ ও ২১শে এপ্রিল আমেরিকার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ ও ভারত থেকে মোট ৪৩৮টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে ফিচার বিভাগে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে ওয়ালিদ আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মেঘের কপাট’। উৎসবের দ্বিতীয় দিন ২১শে এপ্রিল দুপুরে নিউ ইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।