২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নীরবতা ভাঙলেন শিল্পা

প্রতিদিনের ডেস্ক:
২০২১ সালে পর্নোকাণ্ডে নাম জড়িয়ে লম্বা সময়ে হাজতে থাকতে হয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। সে সময় জামিনে ছাড়া পেয়ে একটু একটু করে নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছিলেন তারা। কয়েকদিন আগেই রাজ নিজের জেল জীবনের কথা তুলে ধরেছিলেন বড় পর্দায়। কিন্তু আবারো বিপাকে পড়েছেন এই দম্পতি। বৃহস্পতিবার আর্থিক তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ অ্যাক্ট ২০০২-এর অধীনে অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় রয়েছে পুণের রাজ কুন্দ্রার বাংলো, শিল্পার জুহুর ফ্ল্যাট, রাজ কুন্দ্রার নামে থাকা ইক্যুইটি শেয়ারও রয়েছে। এই ঘটনার পর অনেকেই উদ্বেগে প্রকাশ করেছিলেন। কিন্তু এ বিষয়ে বেশ কিছুদিন নীরবতা পালন করেলেও অবশেষে নিজের অবস্থানের কথা জানালেন শিল্পা। নিজের সোশ্যল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি। সেখানে লিখেন, অসম্মানের সময় বিচলিত না হয়ে শান্ত হতে শেখো।
পরবর্তীতে সাঁইবাবার একটি ছবি পোস্ট করে সেখানে লিখেন, শরণাপন্ন করে দাও। ব্যক্তিগত জীবনে এমন ওঠাপড়ার মাঝেও বৃহস্পতিবার রাতে মা সুনন্দাকে সঙ্গে নিয়ে বন্ধু সালমানের খবর নিতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অভিনেতার সঙ্গে দেখা করতে যান তিনি। কিছুদিন আগেই সালমানের বাড়ির সামনে গুলি চলার জেরে এই সাক্ষাৎ করেন তিনি। জানা যায়, শিল্পা আর সালমানের বন্ধুত্ব খুব ঘনিষ্ঠ। সবসময় একে অন্যের সমস্যায় পাশে থেকেছেন। যে কারও দরকারে এগিয়ে আসেন বলে সালমানের সুনাম আছে। তাই হয়তো নিজের বিপদের মাঝেও বন্ধুর খবর নিতে গেলেন শিল্পা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়