প্রতিদিনের ডেস্ক:
এক
তুমি আমার পাশে অন্তত কিছুক্ষণ থেকো,
আমি তোমার চোখের দিকে চেয়ে কিছু লিখবো।
দুই
তোমার সাথে থাকলে মনে হয়
আমি পুরো পৃথিবী করেছি জয়।
তিন
সে এখন আমার বুকে পদ্মফুল হয়ে আছে—
চার
তুমি আমার হয়ে থেকো,
আমি তোমার হয়ে যাবো।
পাঁচ
তুমি আমাকে এতই ভালোবাসো,
তাই আমি ভাবতে পারি না অন্যকিছু।