রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া-কুমড়ি সড়কে কুমড়ি গ্রামের পূর্বপাড়া এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ফিরোজা বেগম (৪১) নামে একজন মহিলা যাত্রী নিহত হয়েছে। নিহত ফিরোজা বেগম উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের এনামুল শেখের স্ত্রী। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ফিরোজা বেগম বাড়ি থেকে বের হয়ে দিঘলিয়া-কুমড়ি সড়কে ইজিবাইকে করে দিঘলিয়া বাজারে আসছিলেন। ইজিবাইকটি কুমড়ি পূর্ব পাড়ার ব্রীজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ডুবে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী ফিরোজা বেগম পুকুরের পানিতে ডুবে অজ্ঞান হয়ে পড়েন। পুকুর থেকে ফিরোজা বেগমকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এব্যাপারে দিঘলিয়া ইউনিয়নে কর্মরর্ত পুলিশের বিট অফিসার অমিত বিশ্বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পুলিশের হেফাজতে রয়েছে।