১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

সাবেক এমপি মকবুল হোসেন আর নেই

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের কৃতি সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাড. এম মকবুল হোসেন (৯৭) শনিবার রাত সাড়ে দশটায় বার্ধক্য জনিত কারণে ঢাকায় ইন্তেকাল করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তিন কন্যা এক পুত্র সন্তান ও অনেক গুনগ্রহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ রবিবার সকাল ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

এ সময় মকবুল হোসেন স্মরনে বক্তব্য রাখেন বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ শেখ হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, সাবেক মেয়র এ্যাডঃ নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, উপজেলা বিএনপি আহবায়ক জিএম নজরুল ইসলাম, প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান । বক্তারা বলেন লোহাগড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সামাজিক উন্নয়নে তার অবদান অন অস্বীকার্য। তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ী মরিচপাশাতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়