২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আরও কিছুক্ষণ এবং অন্যান্য কবিতা

প্রতিদিনের ডেস্ক:
আরও কিছুক্ষণ
হোক তবে শেষ পাওয়া
তুমি আমি দুজন,
হোক তবে শেষ চাওয়া
নিশিতে নির্জন!
হোক তবে শেষ কথা
তোমাতে নিবেদন,
বেসে যাই ভালো যথা
দিতে পারো মন!
হোক বুকে মাথা রাখা
আরও কিছুক্ষণ,
শেষ বেলা প্রেম শেখা
নিজের মতন!
কিছু জল চোখ ঢাকা
কিছু আলাপন
ঠোঁট ফুলিয়ে থাকা
যখন-তখন!
****
ভালো থেকো
ভালো থেকো গাছেরা
জল-পুকুর-মাছেরা
ভালো থেকো ঘাসফুল
রেখে যাওয়া শত ভুল!
ভালো থেকো পাখিরা
জোনাকি ও বাকিরা
তোমাদের এ জমিনে
চোখ ভেজে গোপনে!
ভালো থেকো ফুলেরা
মাঠে খেলা ছেলেরা
ছোট সেই ইস্কুল
কোলাহল মশগুল!
ভালো থেকো পোকারা
প্রজাপতি সাথিরা
কেটে ওড়া ঘুড়িটা
গাছ মরা গুড়িটা!
ভালো থেকো মাঠেরা
গ্রাম-নদী-হাটেরা
মেঠোপথ, বুনোঝোঁপ
রোদে পোড়া বাঁশ ছোপ!
****
মন বেদনা
আমি তোমার বাঁধা ঘুড়ি
ইচ্ছে মতন ওড়াও
ছিড়লে সুতো হঠাৎ তারি
এক পলকে হারাও!
কোথায় তোমার মন বেদনা
কোন ঘাটে তা জুড়াও
যুগ জমানো মন কামনা
কোন নদীতে হারাও!
আমি তোমার বাঁধা তরী
ইচ্ছে হলে উজান বাও
বাজার করে ফেরি
পূর্ণ কর শূন্য নাও!
কোথায় তোমার মন বেদনা
কোন আকাশে ওড়াও
সুখ হারানোর দুঃখ-যাতনা
কোন বুকে তা ফুরাও!

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়