৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কবি রুদ্রকে মরণোত্তর একুশে পদক প্রদাণ করায় মোংলাবাসীর বর্ণাঢ্য শোভাযাত্রা

এনামুল কবির, মোংলা
কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্কে ভাষা ও সাহিত্যে মরণোত্তর একুশে পদক’২৪ প্রদাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোংলাবাসী। কৃতজ্ঞতা স্বরুপ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। উপজেলা শিল্পকলা একাডেমি, রুদ্র স্মৃতি সংসদ, পৌর কর্তৃপক্ষ, ওয়াটার্সকিপার্স, সম্মিলিত সাংস্কৃতিক জোট, লিডার্স ও বাদাবন সংঘের আয়োজনে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও আনন্দ শোভাযাত্রা ও রুদ্র স্মরণানুষ্ঠান’র সভাপতি মাহমুদ হাসান ছোটমনি। এদিকে বিকেলে রুদ্রের গ্রামের বাড়ী মিঠাখালীতে অনুষ্ঠিত হয় রুদ্রের স্মরণানুষ্ঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়