সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দূর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৫) নামের এক নরসুন্দর ও ট্রাকের ধাক্কায় লিটন হোসেন (৪৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ সুন্দরপুর স্টেশনের সন্নিকটে প্রকাশ কুমার ট্রেনে কাটা পড়ে মারা যান। রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোয়ালন্দ ট্রেনে কাটা পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রেলওয়ে পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। প্রকাশ রোববার রাতে সেলুনের কাজ শেষ করে মামা বাড়িতে ফেরেনি, কিন্তু সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত প্রকাশ কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কালুকালি গ্রামে মামার বাড়িতে দীর্ঘদিন বসবাস করতেন এবং কালীগঞ্জের তালেশ্বর বাজারে একটি সেলুনের দোকানে কাজ করতেন। প্রকাশ কুমার কি কারনে মারা গেছে তা কেউ ও তার পরিবার বলতে পারছে না।কিন্তু স্থানীয়দের ধারণা প্রকাশ কুমার আত্মহত্যা করতে পারেন।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান বলেন,সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা বলতে পারেননি স্টেশনমাস্টার মশিয়ার রহমান। এদিকে জনবল সংকটের কারনে সুন্দরপুর রেলষ্টেশন টি কয়েক বছর বন্ধ রয়েছে। অপরদিকে সোমবার ভোরে আসলাম হোসেন লিটন নামের এক মোটর সাইকেল চালক বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হন। লিটন কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। সকালে এক যাত্রি নিয়ে ফুলবাড়ি গ্রামে নামিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সে নিহত হয়। বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন।