শামিম হোসেন, কুয়াদা
যশোরের মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের কৃষক আজমল হোসেন বাচ্চু গত পাঁচ মাস আগে পার্শবর্তী বোয়ালিয়া বাজার থেকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভী ক্রয় করেন। কেনার সময় গাভীটি তিন মাসের গাভীন ছিল। গত রোববার (২১ এপ্রিল) সকালে গাভীর প্রসব বেদনা উঠলে পশু চিকিৎসক ও প্রতিবেশীদের সহযোগিতায় গাভীটিকে প্রসব করানো হয়। গাভীর গর্ভ থেকে সদ্য জন্ম নেওয়া বিরল আকৃতির বাছুরটি দেখে অবাক হন খামারের মালিক ও প্রতিবেশীরা। দুটি জোড়া মাথা ও চারটি চোখ নিয়ে জন্ম নেয় বাছুরটি।
বিরল আকৃতির বাছুরটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন কৃষক আজমল হোসেনের বাড়িতে। প্রথমবারের মতো এমন আকৃতির জন্ম নেয়া বাছুর দেখছেন তারা। জন্মের পর থেকে কিছুক্ষণ পরপর গাভীর বান থেকে দুধ সংগ্রহ করে বাছুরটিকে খাওয়াচ্ছেন আজমলের স্ত্রী । মণিরামপুর প্রাণী সম্পদ অফিসার মোঃ তহিদুল ইসলাম জানান গাভীর কৃত্রিম প্রজননে বিদেশী বীজের ক্ষেত্রে হাই পার্সেন্টেজের বীজ ব্যবহারে শতকরা এক থেকে দুই শতাংশ বাছুর এমন প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহন করে। এমন পরিস্থিতি এড়াতে খামারিদের সতর্ক করছেন তারা। সদ্য জন্ম নেওয়া বিরল আকৃতির বাছুরটি হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের। বাছুরটি মা গাভী এ নিয়ে চার বারের মতো বাছুর জন্ম দিয়েছে।