১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

মাকে মারপিট যশোরে স্ত্রী শ্বশুরসহ চার জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
মাকে মারপিট করার অভিযোগে স্ত্রী ও শ্বশুরসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোরে চাঁচড়া ভাতুড়িয়া এলাকার আব্দুস সালাম ওই মামলাটি করেন। আসামিরা হলো, আব্দুস সালামের শ্বশুর ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের সদর আলী , সালামের স্ত্রী তানজিলা খাতুন , ওই গ্রামের রফিকুল ইসলাম এবং ফারুক হোসেন । আব্দুস সালাম এজাহারে উল্লেখ করেছেন, তানজিলার সাথে ২০১২ সালে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনের তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। বিয়ের পর থেকে তার মা জুলেখা খাতুনের সাথে নানা দুর্ব্যবহার করতো তানজিলা। এইনিয়ে নিষেধ করলে উল্টো রাগারাগি করতো ও হুমকি দিতো। গত ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে তানজিলা পূর্বের মতো অশান্তি তৈরী করতে থাকে। সে সময় তিনি তার শ্বশুরকে বাড়িতে ডেকে পাঠান। তার শ্বশুরসহ চারজন বাড়িতে এসে তার মেয়ে তানজিলার সাথে কথা বলে। এরপর তাকে নিয়ে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। সে সময় তার মা বাঁধাদিলে তাকে মারপিটে জখম করে। চুলের মুঠি ধরে টানাহেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। বাড়ির আসবাবপত্র ভাংচুর করে। সে সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তার মাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়