১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

গাছ লাগানোর আহ্বান

প্রতিদিনের ডেস্ক
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। এক সময় আমাদের এ দেশকে সবুজ-শ্যামল বলা হতো। তার অন্যতম কারণ হলো চারদিকে ঘন গাছপালা আর সবুজের সমারোহ। আর এখন সেই সবুজের সমারোহ এর তিন ভাগের একভাগও দেখা যায় না। এভাবে চলতে থাকলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। আর পরিবেশের সৌন্দর্য এবং ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বিষয়টি অনেকেই উপলব্ধি করছেন। তাদের একজন অভিনেত্রী সাবিলা নূর। আর এজন্য সামাজিক পাতায় গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। এ বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবিলা নূর।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, আসুন, আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিই। নিজ নিজ এলাকায় অন্তত ১০টি করে গাছ লাগাই। তিনি আরও লিখেন, আর এটাকে একটা ইভেন্টে পরিণত করি। পরিবার-বন্ধুবান্ধব সবাই একসঙ্গে মিলিত হই। সেলফি/রিল/টিকটকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসি ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই ধরনের কোনো ইভেন্টকে। কেমন হবে বলুন তো? সাবিলা নূরের এই গাছ লাগানোর উদ্যোগকে নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন। বেশ ক’জন নেটিজেন মন্তব্যে লেখেন, খুব ভালো উদ্যোগ। আমরাও আছি। অন্য একজন লিখেছেন, দ্রুতই শুরু হতে পারে এ ইভেন্ট। পাশে আছি। আরেকজন মন্তব্যে লিখেছেন, ভালো উদ্যোগ। সবাইকে এই বিষয়ে সচেতন করা উচিত। খালি যতগুলো স্থান আছে, সব জায়গায় গাছ লাগানো উচিত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়