২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

প্রতিদিনের ডেস্ক
মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালের দিকে দেশটির নৌবাহিনীর একটি প্যারেডের মহড়াকালে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মালয়েশিয়ার রয়্যালে নেভি এই দুর্ঘটনার বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভির প্যারেডের মহড়ার অংশ হিসেবে দুটি হেলিকপ্টার আকাশে উড্ডয়নের পর সংঘর্ষে পতিত হয়। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা এখনো জানা যায়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্যে পেরাকে আজ মঙ্গলবার সকাল ৯টা ৩২ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে, প্যারেডের মহড়ার অংশ হিসেবে বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়ন করে লুমুত নেভাল বেস থেকে। এর মধ্যে উড্ডয়নের একটু পরই দুটি হেলিকপ্টার সংঘর্ষে পতিত হয়। সংঘর্ষের ঘটনায় নিহত ১০ জনই ওই দুটি হেলিকপ্টারে ছিলেন বলে জানিয়েছে রয়্যাল মালয়েশিয়ান নেভি। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় পড়া সবাই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে লুমুত সেনাঘাঁটির হাসপাতালে পাঠানো হয়েছে শনাক্তকরণের জন্য।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়