প্রতিদিনের ডেস্ক:
মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। রয়্যাল মালয়েশিয়ান নেভির একটি অনুষ্ঠানের মহড়ার সময় মাঝ-আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।মালয়েশিয়ার লুমুত শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। সেখানে নৌবাহিনীর ঘাঁটি রয়েছে। হোম এম৫০৩-৩ নামের হেলিকপ্টারে সাতজন আরোহী ছিল। ধারণা করা হচ্ছে, এটি বিধ্বস্ত হয়ে সড়কে একটি চলমান ট্রাকের ওপর পড়েছে।এছাড়া ফেনেক এম৫০২-৬ হেলিকপ্টারে তিনজন আরোহী ছিল। ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর একটি সুইমিংপুলের কাছে গিয়ে পড়েছে।দেশটির দমকল এবং উদ্ধারকারী বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে তারা ওই দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন।