নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল গণসংযোগ করেছেন। মঙ্গলবার তিনি উপজেলার কচুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ ভোটারদের মধ্যে প্রচারণা চালান। এর আগে রবিবার ও সোমবার আনোয়ার হোসেন বিপুল দেয়াড়া ও চুড়ামনকাটি ইউনিয়নের সব ওয়ার্ডে গণসংযোগ করেন। গত ১৭ এপ্রিল যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার বিপুল কচুয়া ইউনিয়নের কচুুয়া, দেয়াপাড়া, মালিডাঙ্গা, রায়মানিক, মুনসেফপুর, কৈখালী, নিমতলী, ভগবতীতলা, হোগলাডাঙ্গাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এর আগে চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা, খিতিবদিয়া, ঝাউদিয়া, বাদিয়াটোলা, দোগাছিয়া, ইসলামপুর, সাজিয়ালী, আব্দুলপুর, গোবিলা, ভাগলপুর, কমলাপুর, জগহাটি, দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া, আরিজপুর, গোবীন্দপুর, হালসা, নারাঙ্গালী, তেঘরিয়া, দত্তপাড়া, মঠবাড়ীসহ বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের মধ্যে প্রচারণা চালান আনোয়ার হোসেন বিপুল।