প্রতিদিনের ডেস্ক
বছর জুড়ে আলো ছড়ানোর স্বীকৃতি মিললো নোভাক জোকোভিচের। মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন তিনি। পঞ্চমবারের মতো মর্যাদার পুরস্কারটি জিতে আরেক টেনিস গ্রেট রজার ফেদেরারকেও ছুঁয়েছেন। ফেদেরারও পুরস্কারটি জিতেছেন পাঁচবার। প্রথমবারের মতো মেয়েদের ফুটবল বিশ্বকাপ ঘরে তোলায় বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। তার দলও পেয়েছে বর্ষসেরার স্বীকৃতি। গত বছর এটিপি ফাইনালসহ তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। ছুঁয়েছেন কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্লামের রেকর্ড। পঞ্চমবারের মতো পুরস্কারটি জিতে এই সার্বিয়ান বলেছেন, ‘পঞ্চমবারের মতো পুরস্কারটি জেতায় গর্ববোধ করছি। আমার মনে হয় ২০১২ সালে ২৪ বছর বয়সে প্রথম পুরস্কারটি জিতেছিলাম। ১২ বছর পরও জিততে পেরে গর্বিত আমি। এমন একটা বছরের স্বীকৃতি যা আমাকে ও ভক্তদের রোমাঞ্চ ও সাফল্য উপহার দিয়েছে।’ রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারের দারুণ সূচনার জন্য ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম পেয়েছেন ওয়ার্ল্ড ব্রেকথ্রু অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। প্রথম মৌসুমেই লস ব্লাঙ্কোসদের শীর্ষ গোলদাতা এই মিডফিল্ডার। সব মিলে করেছেন ২১ গোল। জিমন্যাস্টিকসের সিমোন বাইলস পেয়েছেন সেরা প্রত্যাবর্তন তথা ওয়ার্ল্ড কামব্যাক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। মানসিক স্বাস্থ্যের জন্য দুই বছরের বিরতি থেকে ফিরে পর ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে চারটি সোনা জিতেছেন গত বছর। ২০০০ সাল থেকে প্রতি বছর দেওয়া হয়ে থাকে এই পুরস্কার। যার আছে ক্রীড়াঙ্গনের কিংবদন্তিদের নিয়ে গড়া ৬৯ জনের শক্তিশালী জুরি বোর্ড!