২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের সংখ্যা কত, জানতে চান হাইকোর্ট

প্রতিদিনের ডেস্ক:
মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা কতজন রোহিঙ্গা কক্সবাজারে নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা প্রস্তুত করতে বলেছেন হাইকোর্ট। একই সঙ্গে, যে সব রোহিঙ্গাদের ভোটার করা হয়েছে তাদের নাম তালিকা থেকে (কর্তন) বাদ দেওয়ার জন্য বলেছেন আদালত। এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের আগামী ৬ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলেছেন হাইকোর্ট।সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ রিট দায়ের করেন।মঙ্গলবার (২৪ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আজ স্থানীয় ভোটার মো. হামিদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়