২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কাঁকড়ার প্রজেক্ট দখলে বাধা পেয়ে গৃহবধুকে কুপিয়ে জখম

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে কাঁকড়ার প্রজেক্ট দখলে বাঁধা পেয়ে রওশানারা আক্তার (৪৮) নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দাতিনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের নওশের আলী সরদারের স্ত্রী।জানা যায় বুধবার সকালে প্রতিবেশী বায়েজিদ, সিরাজুল ও সাগর হোসেন নওশের আলীর মালিকানাধীন কাঁকড়ার প্রজেক্ট দখল করতে আসে। এসময় স্বামী বাড়িতে না থাকায় রওশানারা ও তার মেয়ে খুকু প্রতিপক্ষকে বাঁধা দেয়। একপর্যায়ে দখলদারদের দায়ের এলোপাতাড়ি কোপে তার মাথা ও হাতে মারাত্বক ক্ষতের সৃষ্টি হয়। আহত গৃহবধু অভিযোগ করেন হামলার সাথে জড়িত ঐ তিন যুবক মেয়ের সামনে তার শ্লীলতাহানীর চেষ্টা করেন। বিচার না পেলে আত্মহত্যারও হুমকি দেন তিনি।আহতের ছেলে বাবু জানান তার মায়ের মাথা ও হাতে আটটি সেলাই দিতে হয়েছে। এঘটনায় তারা হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়