উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে কাঁকড়ার প্রজেক্ট দখলে বাঁধা পেয়ে রওশানারা আক্তার (৪৮) নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দাতিনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের নওশের আলী সরদারের স্ত্রী।জানা যায় বুধবার সকালে প্রতিবেশী বায়েজিদ, সিরাজুল ও সাগর হোসেন নওশের আলীর মালিকানাধীন কাঁকড়ার প্রজেক্ট দখল করতে আসে। এসময় স্বামী বাড়িতে না থাকায় রওশানারা ও তার মেয়ে খুকু প্রতিপক্ষকে বাঁধা দেয়। একপর্যায়ে দখলদারদের দায়ের এলোপাতাড়ি কোপে তার মাথা ও হাতে মারাত্বক ক্ষতের সৃষ্টি হয়। আহত গৃহবধু অভিযোগ করেন হামলার সাথে জড়িত ঐ তিন যুবক মেয়ের সামনে তার শ্লীলতাহানীর চেষ্টা করেন। বিচার না পেলে আত্মহত্যারও হুমকি দেন তিনি।আহতের ছেলে বাবু জানান তার মায়ের মাথা ও হাতে আটটি সেলাই দিতে হয়েছে। এঘটনায় তারা হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।