২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

গরমে স্বস্তি দিতে পথচারীদের পানি পান করাচ্ছে ফায়ার সার্ভিস

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে পানি বিতরণ করছে ফায়ার সার্ভিস
সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। এ অবস্থায় রাজধানী ঢাকার সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে স্বস্তি আনতে পানির ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এক হাজার ৮০০ লিটারের ওয়াটার ট্যাংক স্থাপন করে এই সেবা দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানায়, এরই মধ্যে ঢাকার সচিবালয়ের সামনে, ধানমন্ডির ৫ নম্বর সড়কসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী ট্যাংক বসিয়ে পথচারীদের পানি পান করানো হচ্ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি চলবে। যতদিন এমন তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে ততদিন এ কার্যক্রম চলবে।গরমে স্বস্তি দিতে পথচারীদের পানি পান করাচ্ছে ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় ক্লান্তিতে থাকবেন তারা এই ওয়াটার ট্যাংকি থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইজন ফায়ারফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যাপী করার উদ্যোগ রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়