নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল নওয়াপাড়া ইউনিয়নের ১০টি পয়েন্টে গণসংযোগ করেছেন। বুধবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে এই গণসংযোগ করেন। দিনের শুরুতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল তালবাড়িয়া গ্যারেজ মোড়ে গণসংযোগ করেন। পরে শান্তির মোড়, গোপালপুর স্কুল মোড়, ঘুরুলিয়া সাদ্দামের মোড়, দাস পাড়া, শাহাপুর সার কারখানা মোড়, বাহাদুরপুর, বড় বালিয়াডাঙ্গা সমজিদ মোড়, পাজবাড়িয়া স্কুল মোড় ও মধুগ্রাম বটতলা মোড়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল, সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান মৃদুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, যুবলীগ নেতা কামাল হোসেন হিরা, জেলা তাঁতী লীগের সভাপতি রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিএম জাকির হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। গত ১৭ এপ্রিল যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।