এনামুল কবির, মোংলা
মোংলায় চলমান তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠা দিনমজুর ও পথচারীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের শতশত পথচারী, বিভিন্ন গাড়ী চালক ও দিনমজুরদের হাতে এ পানি ও স্যালাইন তুলে দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এবং পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল মোঃ শরিফুল ইসলাম শরীফ ও মোঃ আল-আমীনসহ পৌর কর্মচারীরা। প্রখর রোদ্রে শহরের বিভিন্ন এলাকায় হেঁটে হেটে পৌরবাসীকে ব্যতিক্রম এ সেবা প্রদাণ করেছেন পৌর কর্তৃপক্ষ।