মোঃ এনামুল কবির, মোংলা প্রতিনিধি
প্রচন্ড তাপপ্রবাহ থেকে পরিত্রাণে আল্লাহ’র রহমতের বৃষ্টির আশায় মোংলায় ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানের উদ্যোগে ও উপজেলা ঈমাম পরিষদের আয়োজনে বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিশেষ এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রচন্ড তাপদাহের মধ্য খোলা আকাশের নিচে এ নামাজ পড়ান ও খুতবা দেন এবং দোয়া করেন উপজেলা ঈমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম। এতে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা ঈমাম পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আঃ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর সরদারসহ বিভিন্ন শ্রেণীর পেশার বিপুলসংখ্যক মুসল্লীরা অংশ নেন। বিশেষ এ নামাজ শেষে দোয়া-মোনাজাতে তাপদাহ থেকে পরিত্রাণ পেতে ইস্তেগফার (তওবা)সহ রহমতের বৃষ্টির আশায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন সকলেই।