প্রতিদিনের ডেস্ক
সম্প্রতি মাইক্রোসফ্ট একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ চালু করেছে। যেখানে মানুষের মুখের কথা বলার মতো করে ভিডিও তৈরি করা যাবে। ইতিমধ্যে অ্যাপটির তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা সবাইকে অবাক করে দিয়েছে। যেখানে দেখা যায় লিওনার্দো দ্য ভিঞ্চির আইকনিক পেন্টিং মোনালিসা, অ্যান হ্যাথাওয়ের ‘পাপারাজ্জি’ গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছে। ভিডিওটি ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।