২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

অগ্নিঝরা সূর্যদেবী এবং অন্যান্য কবিতা

প্রতিদিনের ডেস্ক:
অগ্নিঝরা সূর্যদেবী
অগ্নিঝরা সূর্যদেবী অমানবিক শক্তির জাহির
কৃষক-মাথায় টগবগিয়ে হলুদ খুন।
নিমগ্ন এই সূর্যদিনে
ওষ্ঠাগত প্রাণের মিলে হাহাকারের নীলদুপুর।
কচিপাতায় উঁকি-দেওয়া একলা গাছে
ঘুঘুর ডাক
নীরবতা ভাঙে হাঁটুজলের মাথাভাঙ্গা নদীর বাঁক।
জল-সবুজের হাহাকার—বাঁচাও তাদের—
বাড়তে দেওয়ার মন্ত্র জানাও।
****
মুমূর্ষু প্রত্যাশা
বোধ-চেতনা-অনুভূতি
নরম-ভোঁতা।
এখন স্বপ্ন দেখি, দুমুঠো ভাতের
এখন স্বপ্ন দেখি, একটু আশ্রয়ের
এখন স্বপ্ন দেখি, কয়েকটি প্যারাসিটামল।
আকাশ-বাতাস-জোৎস্না-নদী…
এসব এখন চোখের ধূসরতা।
****
এই সংসার শুধুই আমাদের
তুমি কি একা-একা সম্রাজ্ঞী হতে পারবে?
সম্রাজ্ঞী হতে রাজা লাগে
রাজার আবার প্রজাও লাগে।
তুমি কি তোমরা হতে পারবে?
কিংবা শুধু ‘আমি’ কি আমরা?
কিন্তু এই সংসার শুধুই আমাদের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়