শামিম হোসেন, কুয়াদা
যশোরের কুয়াদায় হাবিবা পান ভান্ডার ও মুদি ব্যাবসায়িক বাজুয়াডাঙ্গা গ্রামের শাহ্ জামালে ছেলে হাসান আলীর (৩২) এর দোকান থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়া কে কেন্দ্র করে পাল্টা পাল্টি মামলা হয়েছে। স্হানীয় সূএে জানা যায়, গত ০৮/০৪/২৪ তারিখে দিনের যে কোন সময়ে মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারে ঢাকুরিয়া রোডে হাসান আলীর মুদি দোকান থেকে তার দৈঘ্যদিন ধরে মাটির ব্যাংকে জমানো এক লক্ষ ত্রিশ হাজার টাকা চুরি হয়, এই চুরির ঘটনায় হাসান আলীর প্রতিবেশী বাজুয়াডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে প্রতিবেশির হওয়ায় দোকানে যাওয়া আসা ছিলো। সেই কারণে হাসান আলী রফিকুল ইসলাম এর ছেলে আবু রাহাত (১৮) কে সন্দেহ করে তাকে জোরালো জিজ্ঞাসা বাদে সে ত্রিশ হাজার টাকা চুরি করেছে স্বীকার করে এবং চুরিকৃত টাকা দিয়ে সে মনিরামপুর বাজার থেকে একটি টাচ মোবাইল কিনেছে বলে জানাই। আবু রাহাত আরো জানায় বাজুয়াডাঙ্গা গ্রাম থেকে এর আগে আরো তিনটি মোবাইল চুরি করেছে। এ ঘটনায় মনিরামপুর থানা কে জানালে পুলিশ আসলে আবু রাহাত এর পরিবার ও মুদি ব্যবসায়ী হাসানের পরিবার স্থানীয়ভাবে বসে মীমাংসায় করবে বলে পুলিশকে জানায়। পুলিশ চলে যাওয়ার পর, উল্টো হাসান আলীর বিরুদ্ধে কোতোয়ালি থানার মামলা দায়ের করেন রফিকুল ইসলাম এ ঘটনায় হাসান আলী মীমাংসা করতে ব্যর্থ হওয়ায় তিনিও বাদী হয়ে ২৪/০৪/২৪ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি মনিরামপুর আদালতে তিনজনের নামে মামলা দায়ের করে। এ মামলায় আসামিরা হলো বাজুয়াডাঙ্গা গ্রামের সাত্তার গাজীর ছেলে তরিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের দুই ছেলে আবু রাহাদ ও আবু রায়হান। এ বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে এলাকাবাসী জানান রফিকুল ইসলামের ছেলে আবু রাহাত বাজুয়াডাঙ্গা গ্রাম থেকে এর আগে তিনটি মোবাইল চুরি করেছে এবং এই বিষয়ে খোঁজ নিয়ে জানা য়ায় চুরির কারণে সুতিঘাটা আশরাফুল মাদ্রাসা থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল , এলাকাবাসি আরো জানান, তরিকুল ইসলাম ও রফিকুল ইসলাম কাউকে পরোয়া করে না ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন মানুষকে হামলা মামলার হয়রানি এবং অন্যের জায়গা জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে খেয়ে আসছে এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ এর থেকে পরিত্রাণ চেয়েছেন এলাকাবাসী।