প্রতিদিনের ডেস্ক
হঠাৎ ১৮০ ডিগ্রিতে ঘুুরে গেলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। নিজের মত পাল্টে সবাইকে চমকে দিলেন তিনি। ইউ-টার্ন নিয়ে বার্সার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন জাভি। জানিয়ে দিলেন, ২০২৫ সাল পর্যন্ত বার্সার দায়িত্বে থাকবেন স্প্যানিশ এই কোচ। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন তাদের নিজস্ব সূত্রে এ তথ্য জানিয়েছে। বুধবার বার্সাপ্রধান হুয়ান লাপোর্তার সঙ্গে একান্তে বৈঠক করেন জাভি। সেই বৈঠকেই চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বার্সার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তিনি। ফলে ২০২৫ সাল পর্যন্ত সাবেক স্প্যানিশ তারকা ফুটবলারকে কোচ হিসেবে পাচ্ছে কাতালনের ক্লাবটি। বৈঠক শেষে জাভির এই সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়েছেন বার্সার ভাইস প্রেসিডেন্ট রাফা ওস্টে। তিনি বলেন, ‘আমরা কোচ এবং প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছি। সেখানে জাভি তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সে একজন বার্সাভ্ক্ত। সে এমন একজন কোচ, যে কিনা আমাদের পরিকল্পনা ও তরুণ খেলোয়াড়দের নেতৃত্ব দিতে পারবেন। আমি মনে করি, তিনি এই মহান কাজটি করতে পারবেন। আমি তাকে নিয়ে গর্বিত। কারণ তিনি দারুণ একজন কোচ।’ এর আগে গত জানুয়ারিতে একের পর এক দলের ব্যর্থতার দায় নিয়ে চলতি মৌসুমের পর আর বার্সার সঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন জাভি। বলেছিলেন, নিজেকে মানসিক চাপমুক্ত করতেই এমন সিদ্ধান্ত নেন তিনি। তবে জাভির সেই ঘোষণার পরই যেন নড়েচড়ে বসে বার্সা। সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকে তারা। এছাড়া চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও উঠেছিল বার্সা। যদিও প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে প্রথম লেগে জিতলেও দ্বিতীয় লেগে হেরে বিদায় নিতে হয়েছে। তবুও জাভির উপর দোষ চাপাননি কেউ। উল্টো কুড়িয়েছেন প্রশংসা।
গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোয় ৩-২ ব্যবধানে হেরেছে বার্সা। এতে টেবিলের শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে গেছে জাভির শিষ্যরা। তবুও জাভির উপর অনাস্থা আনেননি ম্যানেজমেন্টের কেউ। ২০২১ সালে বার্সার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাভি। এরপরই বার্সাকে ৪ বছর পর লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। ২০২৫ সালে জুনে মেয়াদ শেষ হওয়ার কথা জাভির। তবে কাতালনের ক্লাবটির সঙ্গে মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে তার।