রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের পাশ্ববর্তী নবগঙ্গা নদী থেকে আলিফ বিশ্বাস (২৩) নামের এক মানসিক প্রতিবন্ধি যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা।বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কালিয়া থানা পুলিশকে সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশটি উদ্ধার করে। নিহত আলিফ বিশ্বাস উপজেলার পেড়লি ইউনিয়নের পেড়লি গ্রামের তনু বিশ্বাসের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে আলিফ বিশ্বাস বাড়ি থেকে বের হয়। এর আগেও সে বিভিন্ন সময় বাড়ি থেকে চলে যেতো এবং দুই তিন দিন পর বাড়ি ফিরে আসতো,তাই পরিবারের লোকজন কোথাও কোন অভিযোগ না করে নিজেদের মত খুঁজতে থাকে। বৃহস্পতিবার দুপুরে লোকমুখে অজ্ঞাত পরিচয় লাশের কথা শুনে মাধবপাশা এলাকায় এসে লাশটি সনাক্ত করে নিহতের বড় ভাই আরমান বিশ্বাস। তিনি বলেন আলিফ আমার ভাই সে একজন শারিরীক প্রতিবন্ধী ছিল। এব্যাপারে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহাদ চৌধুরী বলেন,নবগঙ্গা নদী থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।