১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো

প্রতিদিনের ডেস্ক
ফরাসি লিগে গতকালকেই রেকর্ড ১২তম শিরোপা জিততে পারতো পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো পয়েন্ট হারালে সেটা সম্ভব হতো। কিন্তু মোনাকো লিলকে ১-০ গোলে পরাজিত করায় আরেকটু অপেক্ষায় থাকতে হচ্ছে লুইস এনরিকের শিষ্যদের। পিএসজি অ্যাওয়ে ম্যাচে লরিয়াঁকে ৪-১ গোলে বিধ্বস্ত করে সব আয়োজন সম্পন্ন করে রেখেছিল। কিন্তু মোনাকো ফোফানার গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় উৎসব করতে পারেনি। পয়েন্ট টেবিলে পিএসজির সংগ্রহ ৬৯ পয়েন্ট। তাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে মোনাকো। এখনও ম্যাচ বাকি চারটি।  চ্যাম্পিয়নস লিগ থাকায় এদিন ফর্মে থাকা ব্র্যাডলি বারকোলা, মার্কুইনহোস, আশরাফ হাকিমি, ভিতিনহা ও ওয়ারেন জায়ার এমেরিকে বিশ্রাম দিয়েছিলেন এনরিকে। তাতেও সমস্যা হয়নি তাদের। ১৯ মিনিটে প্রথম গোলটি এনে দেন দেম্বেলে। তিন মিনিট পর নুনো মেন্ডেসের ক্রসে সংযোগ ঘটিয়ে ব্যবধান বাড়িয়ে নেন এমবাপ্পে। ঘণ্টা খানেকের মাথায় এমবাপ্পের ক্রস থেকে দলের জয় সুনিশ্চিত করেন দেম্বেলে। ৭৩ মিনিটে বাম্বা একটি গোল শোধ দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ মুহূর্তে আরেকটি যোগ করেন এমবাপ্পে। তাতে মৌসুমে ২৬টি গোল হয়ে গেছে ফরাসি তারকার। তাদের ম্যাচের পরই লিলের বিপক্ষে জিতে দ্বিতীয়স্থানটি সুসংহত করেছে মোনাকা। ৬১ মিনিটে দলটির হয়ে একমাত্র গোলটি করেছেন ফোফানা। তাতে টানা তিন ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ে লিলের। ৫২ পয়েন্ট নিয়ে লিল চারে অবস্থান করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়