প্রতিদিনের ডেস্ক
পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেটে রহমানুল্লাহ গুরবাজের শুরুটা উইকেটকিপার ব্যাটার হিসেবে। আফগানিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে ইনিংস ওপেন করার পাশাপাশি উইকেট সামলানোর দায়িত্বটাও পালন করেন তিনি। একই কাজের জন্যই তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ফিল সল্ট ফর্মে থাকায় একাদশে সুযোগ মিলছে না গুরবাজের।
এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে ফেলেছে কলকাতা। অথচ এক ম্যাচেও একাদশে সুযোগ পাননি গুরবাজ। সাইড বেঞ্চে বসে অলস সময় কাটছে এই আফগানের! তাই হয়তোবা সময়টা কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি। উইকেটকিপার এই ব্যাটার এবার বনে গেছেন রহস্য স্পিনার!
কলকাতার অনুশীলনের সময় স্পিন বোলিং করতে দেখা গেছে গুরবাজকে। সেই বোলিং দাঁড়িয়ে থেকে দেখেছেন কোচরাও। অনুশীলনের প্রথম বলেই উইকেট ভেঙেছেন তিনি। তাতে দু’হাত তুলে উচ্ছ্বাসও করেছেন।
গুরবাজের বোলিং অনুশীলনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে কলকাতা। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে লিখেছেন, ‘আফগানিস্তানের আরও একজন রহস্য স্পিনার আমাদের দলে রয়েছে।’
গুরবাজ আন্তর্জাতিক ক্রিকেটে কখনও বোলিং করেননি। এমনকি আইপিএলেও কখনো বল হাতে নেননি তিনি।