১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরা সড়কের ধারে থাকা পিলারের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা দশটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম রাজমোহন দাস (৩৫)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের প্রভাত কুমার দাসের ছেলে। পুলিশ জানায়, রাজমোহন দাস মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা দশটার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরা বাইপাস সড়কের ধারে থাকা একটি পিলারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রাজমোহন দাস ঘটনাস্থলে নিহত হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়