প্রতিদিনের ডেস্ক
রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমায় ১৫০ কোটি টাকা পারিশ্রমিকে রাবণের চরিত্র প্রত্যাখ্যান করেছিলেন দক্ষিণী তারকা যশ। কারণ আগামী বছর তার নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ্স’ মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে তার বোনের চরিত্রে দেখা যাবে কারিনা কাপুর খানকে
এদিকে ‘রামায়ণ’-এ রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী। তবে অভিনেতা যশ সহ-প্রযোজক হিসেবে থাকছেন এই সিনেমায়।