প্রতিদিনের ডেস্ক
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম হারমনিওএস বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা করছে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। চলতি বছরের বিশ্লেষক সম্মেলন চলাকালীন হুয়াওয়ের বর্তমান চেয়ারম্যান জু ঝিজুন এটি সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ করেন। খবর গিজমোচায়না।
হারমনি ওএসের জন্য একটি শক্তিশালী অ্যাপ ইকোসিস্টেম তৈরি করতে কোম্পানিটি ডেভেলপারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানানো হয়েছে। জু বলেছেন, এ অপারেটিং সিস্টেম সম্প্রসারণে কোম্পানিটি প্রথমে চীনের বাজারের দিকে নজর দেবে। দেশটির অধিবাসীরা ৫ হাজার অ্যাপ সংগ্রহে তাদের বেশির ভাগ সময় ব্যয় করে বলেও উল্লেখ করেন জু। তবে যথারীতি হুয়াওয়ে প্রথমেই সে অ্যাপগুলোর প্রাপ্যতা এবং নির্বিঘ্ন কর্মক্ষমতার নিশ্চিতে কাজ করবে বলে জানা গেছে।
হুয়াওয়ের কর্মকর্তাদের বিশ্বাস, মোবাইল ডিভাইসের জন্য তারা হারমনি ওএসকে বিশ্বের তৃতীয় সর্বাধিক পছন্দের অপারেটিং সিস্টেমে পরিণত করতে পারবে। গত বছর ডেভেলপারদের জন্য একচেটিয়াভাবে হারমোনিওএস নেক্সট অপারেটিং সিস্টেম উন্মোচন করেছিল হুয়াওয়ে। বর্তমানে এ অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থন না করলেও হুয়াওয়ে স্মার্টফোন এবং অন্যান্য সংযুক্ত স্মার্ট ডিভাইসের সঙ্গে ভবিষ্যতে যুক্ত করা হতে পারে।
২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার ফলস্বরূপ, কোম্পানি তাদের স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য সংযুক্ত স্মার্ট ডিভাইসগুলোর জন্য হারমনিওএস নামে একটি নতুন অপারেটিং সিস্টেম চালু করেছিল।
অন্য প্রতিবেদনে নিক্কেই এশিয়া জানিয়েছিল, হুয়াওয়ের এ হারমনি নেক্সট অপারেটিং সিস্টেমটি আইওএস এবং অ্যান্ড্রয়েডে যুক্ত হতে পারে। এটি গত জানুয়ারিতে হুয়াওয়ের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ হিসেবে উন্মোচিত হয়েছিল।