১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

দেয়াল কেটে উত্তম জুয়েলার্সে চুরি

চৌগাছা সংবাদদাতা
যশােরের চৌগাছার উত্তম জুয়েলার্সে চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চারচক্র দােকানের পিছনের দেয়াল কেটে দােকান ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার সকালে তিনি দােকান খুলে চুরির ঘটনাটি দেখতে পান। ঘটনাস্থলে থানা পুলিশ পরিদর্শন করেছেন। একের পর এক চুরির ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী মহলসহ সব শ্রেনী পেশার মানুষপর মাঝে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চৌগাছা বাজার জুয়েলারী ব্যবসায়ীদের অন্যতম ব্যবসায়ী হচ্ছেন উত্তম জুয়েলার্স, যার মালিক ধীরেদ্র নাথ দে। বৃহস্পতিবার রাতে ওই দােকানের পিছনের ১০ ইঞ্চি ইটের দেয়াল যার মাঝখানে লােহার রড দিয়ে সেটি কেটে চােরেরা দােকানে প্রবেশ করে। এরপর দােকানের ভিতরে লাগানাে সিসি ক্যামরার তার কাটার পাশাপাশি দােকানে বিদ্যুত বিছিন্ন করে। এরপর চােরেরা দােকানের শােকেজের কাঁচ ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকর ক্যাশে থাকা কিছু নগদ টাকা নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণের বাজারদর প্রায় ছয় লাখ টাকা। চােরেরা দােকানে রাখা সিদুক (আলমারি) ভাঙ্গার চেষ্টা করে ব্যার্থ হয়। শুক্রবার দােকান মালিক ধীরেদ্র নাথ দে দােকান খুলে চুরির বিষয়টি দেখতে পাই। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ও উৎসুক জনতা সেখান ভিড় করেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়