সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের আজিজুল ইসলামের গুদামে অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী। তবে ভ্রাম্যমাণ আদালত টিমের উপস্থিতি বুঝতে পেরে আগেই সটকে পড়ায় গুদাম মালিক আজিজুল ইসলামকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী বলেন, বিষাক্ত কেমিক্যাল দিয়ে অপরিপক্ক কাঁচা আম পাকিয়ে বাজারজাতের খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীমউদ্দীন ও স্থানীয় জনপ্রতিনিধিকে সাথে নিয়ে সেখানে অভিযান চালিয়ে কেমিক্যাল দিয়ে পাকানো প্রায় ৪শ’ কেজি অপরিপক্ক আম জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধিসহ সকলের সম্মুখে আমগুলো গাড়ির চাকায় পিষে বিনষ্ট করা হয়।