২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

তীব্র গরমে পানি ও স্যালাইন বিতরণ ওয়েলবিং ফাউন্ডেশনের

প্রতিদিনের ডেস্ক:
তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে ব্যারোমিটারের পারদ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকাসহ সারাদেশের জনজীবন। প্রচণ্ড গরমেও জীবিকা নির্বাহে কাজ করতে হচ্ছে ঢাকার শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের।শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁও, শ্যামলী, ধানমন্ডিসহ বিভিন্ন পয়েন্টে তীব্র তাপপ্রবাহে প্রায় দুই হাজার রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে ওয়েলবিং ফাউন্ডেশন। এসময় হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।এতে উপস্থিত ছিলেন ওয়েলবিং ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. রাজিকুল হাসান, সমন্বয়ক রাকিব হাসান অভি, গোলাম মাহবুদ এবং জেসিআই ঢাকা ডিপ্লোমেটসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের লোকাল প্রেসিডেন্ট আরাফাত কবির, সদস্য সামিয়া রহমান।পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, ‘আমাদের নিয়ে কারও ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে ওয়েলবিং ফাউন্ডেশন ও জেসিআই ঢাকা ডিপ্লোমেটস যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।’ওয়েলবিং ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. রাজিকুল হাসান বলেন, ‘আমাদের সংগঠনটি এসডিজি-৩ বিষয়ক মেডিকেল প্রফেশনালদের ইয়ুথ প্ল্যাটফর্ম। তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেটের বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়