২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় সাবেক এমপি মকবুল হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এ্যাডভোকেট এম মকবুল হোসেনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠান হয়। লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক কাজী সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম।এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা ফেরদৌস রহমান, টিপু সুলতান,আবু হায়াত সাবু, কামাল হোসেন,এস এম শাহীন বিপ্লব,আসাদুজ্জামান বাটু প্রমুখ। সভা শেষে মকবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন লোহাগড়া বাজার জামে মসজিদের ইমাম মাসুম বিল্লাহ। এ সময় নড়াইল ও লোহাগড়া উপজেলা বিএনপিসহ সকল অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়