প্রতিদিনের ডেস্ক
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বলিউড সিনেমা ‘দো অউর দো প্যায়ার’। সিনেমাটি পরিচালনা করেছেন শীর্ষা গুহঠাকুরতা। এতে অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী, সন্ধিল রামমূর্তি, ইলিয়ানা ডিক্রুজ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালকদের উদ্দেশ্যে অভিযোগ এনে শীর্ষা বলেন, হিন্দি ছবিতে এখন বেশির ভাগ সময় আমরা মারপিট নয়তো আত্মজীবনীমূলক বিষয় দেখতে পাই। নির্ভেজাল ছবি কেন বেশি বানানো হয় না, সেটা আমি জানি না।