৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ট্রাস্ট ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রতিদিনের ডেস্ক:
পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে, ১২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ।২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.২০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। রোববার (২৮ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে।সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৯৭ টাকা। আগের হিসাববছরে একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৪১ টাকা।
আলোচ্য হিসাববছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০.৬৪ টাকা। আগের হিসাববছরে একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএ ছিল ৫.১৮ টাকা।আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.২৪ টাকা। এই কর্পোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়