২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দুই ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে র‍্যাব

প্রতিদিনের ডেস্ক:
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ‍র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেছেন, ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে র‍্যাবের গোয়েন্দা শাখা। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।র‍্যাবের মুখপাত্র বলেন, র‍্যাবের ইনটেলিজেন্স উইং বিষয়টি নিয়ে কাজ করছে। তারই অংশ হিসেবে এ ঘটনায় যারা জড়িত অচিরেই তারা গ্রেপ্তার হবে। দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে সাইবার জগতে। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করতে পারলে এ ঘটনার প্রকৃত অপরাধী আইনের আওতায় আসবে। আমরা সেভাবেই কাজ করছি। কোনো গুজব কিংবা অপপ্রচার করে কোনো লাভ নেই, র‍্যাব যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরই আইনের আওতায় নিয়ে আসবে।এর আগে ফরিদপুরের মধুখালী ডোমাইন ইউনিয়নে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে শনিবার (২৭ এপ্রিল) পুরস্কার ঘোষণা করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক। তবে রোববার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনের কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়