২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নড়াইলের মাইজপাড়া ইউপি উপ-নির্বাচনে সফুরা বিজয়ী

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনের স্ত্রী সফুরা খাতুন বেলী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। গতকাল রোবিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। নড়াইল উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমদ জানান, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সফুরা খাতুন বেলী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি (আনারস মার্কা) ভোট পেয়েছেন ৫ হাজার ২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান (টেবিল ফ্যান মার্কা) পেয়েছেন ২৭৮০ ভোট, মো: শাফায়েত কবীর (মটর সাইকেল মার্কা) পেয়েছেন ১৭৫০ ভোট, মুকুল শরীফ (ঘোড়া মার্কা) পেয়েছেন ১১৭৪ ভোট এবং শহিদুর রহমান ফরাজী (চশমা মার্কা) পেয়েছেন ৩৬৯ ভোট পেয়েছেন। মাইজপাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিলো ১৯ হাজার ৭৬৯ ভোট। এরমধ্যে উপনির্বাচনে ১১ হাজার ১৭০ ভোটার ভোট প্রয়োগ করেছেন। সকাল থেকেই প্রচন্ড গরমের মধ্যেও প্রবীণ ও নারী ভোটারা নির্বিগ্নে নিজের ভোটারাধিকার প্রয়োগ করতে পেরে খুবই খুশি তারা। ভোটারদের তেমন সারিবদ্ধ লাইন না দেখা গেলেও নির্বাচনে কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে প্রদীপ কুমার বিশ্বাস ফুটবল প্রতীক নিয়ে ৩৯৫ ভোটে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি তন্ময় দাস (তনু) বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৬৩ ভোট পেয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়