এনামুল কবির, মোংলা
মোংলা পৌর শহরের শাপলা চত্বর এলাকায় রবিবার (২৮ এপ্রিল) আনুমানিক দুপুর সাড়ে তিনটায় ফেন্সী কমপ্লেক্স এর তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । এ অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। জানা যায়, মোংলা পৌর শহরের নিউ মেইন রোড়ে ফেন্সি কমপ্লেক্স নামক ভবনের দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের একটি শাখা রয়েছে। তবে আগুনের ঘটনাটি ঘটে ভবনের তৃতীয় তলায়। সেখানে ভবন মালিকের কাপড়ের গোডাইন ও টেইলার্সের কারখানা রয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউডিনট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সাড়ে ৪টার পরও ভবনের তৃতীয়তলা থেকে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। তবে আগুন লাগার ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ব্যাংক কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কিত তথ্য জানা যায়নি।