প্রতিদিনের ডেস্ক:
আট বছর আগে করা ২০ বোতল ফেনসিডিল জব্দের মামলায় একজনকে চারবছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজা পাওয়া আসামি হলেন- ঢাকার কদমতলী থানার ধোলাইপাড় বাজারের নূরবাগ গলির মৃত বাচ্চু শেখের ছেলে মো. পলাশ (৩৩)।রোববার (২৮ এপ্রিল) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর রাজধানীর কদমতলীর ধোলাইরপাড় বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো. পলাশকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার নিকট থেকে মোট ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এ ঘটনায় ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর রাজধানীর কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন এসআই তৌহিদুল ইসলাম। মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন কদমতলী থানার এসআই দীপংকর মন্ডল।