অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলায় দুইজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ দিনের কারাদন্ড প্রদান ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো: শামীম হোসাইন এ দন্ডদেশ প্রদান করেন। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যশোর ‘ক’ সার্কেল পরিদর্শ মো: লায়েক উজ্জামান এর নের্তত্বে চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় স্থানীয় চাঁপাড়াতলা গ্রামের আখির বিশ^াসের ছেলে সিরাজুল ইসলাম(২২) ও একই গ্রামের কৃষ্ণভূষণ দাস এর ছেলে দূর্গা দাস(৬৭)কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নির্বাহী ম্যজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন। নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো: শামীম হোসাইন বলেন,‘ মাদক সেবনরত অবস্থায় দুই জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক আইনের ৩৬ এর ৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেকে ৫০ টাকা করে জরিমানা করে তা আদায় করা হয়। পরবর্তীতে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।’