এনামুল কবির, মোংলা
মোংলায় উপজেলা পর্যায়ে খাত ভিত্তিক বাজেট বিভাজন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি মিলনায়তনে সিএনআরসি ইভলভ প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বাজেট খাত ভিত্তিক করলে সাধারণ মানুষ উপকৃত হবে। এবং জনগণের চাহিদা অনুযায়ী বাজেট প্রণয়ন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন ুউপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সবুজ বৈরাগী, চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান একরাম ইজারাদার, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সিএনআরএস প্রকল্পের উপজেলা সিএসও নেটওয়ার্ক সদস্য ইউনিয়ন পরিষদের স্টার্নিং কমিটির সদস্য, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিগন। পরামর্শ সভায় স্বাগত বক্তব্য এবং প্রকল্প উপস্থাপন করেন ইভলভ সিএনআরএস প্রকল্পের সমন্বয়কারী মিলন চৌধুরী।